আকাশের বুকে কালো মেঘ,
               প্রবল যে তার গতিবেগ।
কখনও সে এক রাগী মেয়ে,
               নেই যার রাগের কোনো শেষ।

  কখনও ছুটে আসে গর্জন করে,
                 বকছে যেন সে নিজেরই ভাইবোনেরে,
  আবার কখনও শান্ত হয়ে ,
                   দেখছে তাদের মন-প্রাণ ভরে ।


কখনও যেন সে মুখ ভার করে ,
                  চলে গিয়েছে বহুদূর আড়ালে,
কখনও আবার অশ্রু ঝরিয়ে ,
                   রেখে গেছে স্মৃতি সব নদীর জলে।
  
  অবিরাম চলে তার এই দুষ্টুমি খেলা,
                 গড়িয়ে যায় যে কত দিন,রাত, বেলা,
  শিশুর ন্যায় তার ক্ষনিকের রাগ,
                  বাতাসের তোড়ে মুছে যায় দাগ ,
   প্রভাতে সে তো নব রুপে সাজে ,
               রবি-শশী ও আকাশের মাঝে।