আমি যে গো নই কো পুতুল আমায় নিয়ে খেলা করো,
যেমন ভাবে মনটাকে তোমরা খেলার নেশায় ভাঙো আর গড় ।
আমি তো নয় পাথর ,কভু পায়ে তোমরা ঠোকোর মারো,
আমায় নিয়ে তোমরা আবার জুয়া খেলায় বাজী ধর!
আমি হলাম  নারী যাকে মাঁয়ের রুপে চেনো,
আমার গর্ভে জন্ম নিয়ে তোমরা মাঁকে বেচো-কেনো?
আমারও তো মন যে আছে তা কি তোমরা ভাবো?
বেঁচা-কেনা করলে যে আমায় দু:খ আমি পাবো!
তোমরা ভাবো নারীর দেহ সে তো পুতুল খেলা,
যেমন খুশি তেমন করে করো হেলা-ফেলা।
তারপরেও তো সেই নারীরাই তোমাদের খুশিতে হাঁসে,
স্বেচ্ছাচার তোমাদের সয়েও তারা দু:খে থাকে পাশে।
একবারটি নয় কাছে ডেকে মনের কথা জানলে,
হৃদয় থেকে ভালোবেসে বুকের কাছে টানলে।
তাদের মনের অমুল্য স্থানে ঠাঁই তুমি পাবে,
শীতল বৃক্ষের ছায়ার মত আঁচল পেতে দেবে।
ইট পাথরে গড়া হলেই হয়না যেমন বাড়ী,
বাড়ী তখন বলবে তাকে থাকবে যেথায় নারী।