তোমার সব যন্ত্রণা তুমি আমাকে দাও...।
তোমার সব দু:খ বেদনা তুমি আমাকে দাও,
শুধু সুখটুকুকে নিজের কাছে ধরে রাখো,
জীবনে খুব সুখে তুমি থাকো।


চাইনা আমি ধন দৌলত চাইনা সম্পত্তি,
চাইনা নাম যশ বা কোনোও প্রতিপত্তি ।
তোমার পাশে শুধু থাকতে চাই দু:খের সাথি হয়ে,
সমাজের যত কটাক্ষ দৃষ্টিকে উপেক্ষা করে সব কিছু শয়ে।


দেবেনা কি এই অধিকারটুকু ?দু:খকে দুজনে ভাগ করে নেবো ,
সবকিছু কে শুধু নিজের কাছে রেখে সুখটুকু তোমায় শুধু দেবো।
সুখের সাথী তো সবাই হতে চায় দু:খকে করেনা কেউ আপন ,
দু:খকে আপন করেই শুধু পাওয়া যায় মানুষের মন।


সুখ দিয়ে ভরিয়ে দিতে তোমার কাছেই চিরজীবন থাকব...
চোখ দুটি যতদিন খোলা থাকবে , যতদিন আমি বাঁচবো।
যত দু:খ আছে তোমার আমি নিজেই আজ মাথা পেতে নিলাম ,
একথাটি বলবো বলেই আজ তোমার কাছে এলাম।