মাথায় বোঝা ,কাঁধে বোঝা , করছে ঘোরাঘুরি,
     নানান রকম জিনিস নিয়ে , করছে তারা ফেরি।।
কড়া রোদে তেঁতে পুড়ে, যায় তারা দুরে দুরে ,
      মাথার ঘাম পায়ে ফেলে , ফেরি করে সকাল, দুপুরে।।
সাঁঝের বেলায় ঘরে ফিরে , সামান্য অর্থ হাতে,
       সেই দিয়ে পেট ভরায় , প্রতিদিনই রাতে ।।
কতদিন তো দুবেলা ঘুরেও হয়না কোনো আয় ,
       সেদিন তারা রাতে শুধু জল খেয়েই কাটায়।।
একবেলাতো শুকনো রুটি , অথবা পান্তা ভাত ,
    গায়ে তাদের ছেঁড়া জামা , মাথায় ভাঙা ছাত।।
এমনকরেই কাটে তাদের সকাল ,দিন রাত,
জানেনা তারা কাকে বলে সুখের প্রভাত।।
তবুও তাদের মুখে দেখো সহসা হাঁসি ফুটে থাকে ,
জনমানবের ভিড়ে এমন, দীন হাভাতেদের কেই বা খবর রাখে
তাই তো তারা আজও পড়ে আছে নর্দমা আর পাঁকে।।