"কি হল গিন্নি আজ হঠাৎ পেন্নাম করলে আমায়,
        মুখে আবার লাজুক -লাজুক হাঁসি,
বিশেষ কিছু দিন তো নয় আজ , বলবে ব্যাপারটা কি?

   সকাল হলে তো চেঁচিয়ে  রোজ বাড়ী কর মাথায়,
  রোজ আমার ঘুম ভাঙে  তোমার খিস্তিভরা কথায়,
     বহুবছর তো সংসার করছি এমনটাই যে রোজ দেখি ,
  তাই তো বড় অবাক হচ্ছি , ভুতে ধরল নাকি"?


"ওগো তুমি বড় ভোলাভালা এমন করছ ভান ,
     যেন কিছু জানই না আজ কেন করলাম প্রনাম,
এবার বল তো কি কিনেছো শাড়ী নাকি গয়না ?
  দাও না আমার হাতে দেখি দেরি যে আর শয়না"।


"গয়না , শাড়ী কেন কিনব ? টাকা কি গাছে ফলে?
  তুলে এনে ফেলে দিলাম তোমার আঁচলে!
কষ্ট করে রোজগার করে দু টাকা যা বাঁচে ,
সবই তো তুমি নিয়ে রেখে দাও দিব্যি নিজের কাছে ।


রোজগার করেও আমার পকেট এমনি থাকে ফাঁকা ,
কোথা থেকে পাব আমি গয়না শাড়ীর টাকা !"
"তার মানে তুমি সত্যি জাননা আজ যে বিয়ের তারিখ,
তুমি একটা যে কিপ্টে মিনসে   সবাই  বলে ঠিক ।


এই নাও কিছু টাকা দিলাম  কিনে আন শাড়ী ,
তা নাহলে তোমার সাথে চিরদিনের আড়ী,
ভাবলাম বুঝি বিয়ের দিনটা মনে নিশ্চই আছে,
এই দিনটা তো সুন্দর স্মৃতি স্বামি-স্ত্রীর কাছে"।


"হা হা হা ! এই তো সেই আমার রোজের গিন্নি , রাগ না করলে কি মানায়,
কি রেখেছি গিয়ে দেখো  বিছানার বালিশের তলায়।
"আসলে জানো ঝগড়া করাটা আমার খারাপ স্বভাব,
আজকের দিনে সব কিছু ভুলে করে দিও গো তুমি মাফ"।