শান্তনা কেই বা পেতে চায় হায়!
   মানবতা আজ দাঁড়িয়ে কোথায়!
মূল্যহীন যখন সবার উপদেশ,
  প্রতিহিংসা যেখানে করেছে প্রবেশ,
নিদারুণ ভালোবাসা রয়েছে শত ক্রোশ দুরে
মানুষ্যত্ব তবে সে মনে থাকবে কি করে?

লালসা যে তাকে করেছে গ্রাস,
    হাবেভাবে শুধু যে তারই প্রকাশ ,
মিথ্যের কাছে সত্যের মাথা অবনত,
সকলের মনে সে আজ বিরাজিত।
ঈশ্বর যে মন থেকে থাকে শত দুরে ,
মানুষ্যত্ব  তবে সে মনে থাকবে কি করে?


প্রতিশোধের আগুনে বিবেক পুড়ে ছারখার ,
দংশন কখনও দেবেনা সে আর ,
এই মন এখন মৃতের সমান, মৃত যেখানে বিশ্বাস,
ঘৃনা ও পাপের যেথায় অবাধ মেলামেশা ,
যে মনেতে নির্ভয়ে করে তারা বসবাস ,
মানুষ্যত্ব  সেখানে ফেলবেই দীর্ঘশ্বাস।।