অনেক স্বপ্ন ছিল মা বলে ডাকুক কেউ আমাকে-
      আদো আদো ভাষায় কথা বলুক আমার সাথে ,
আমার স্বপ্ন সত্যি করতে তুই তখন এলি আমার জীবনে ,
      তোকে পাওয়ার অনুভূতি , অনুভব করার অনুভূতি কাউকে বলতে চাইছি ,
   কিন্তু তখন তো কেউ ছিলনা পাশে , তাই সব কিছু লিখলাম একটি ডায়রিতে ।
তুই একটি একটু করে বেড়ে উঠছিস আমার ভেতরে , অপেক্ষার আর কম'মাস বাকি ,
     এরই মধ্যে তোর জন্য বুনে ফেলেছি ছোট্ট শোয়েটার , মোজা ও টুপি ,
রোজ সেগুলোতে হাত বুলাচ্ছি আর অনুভব করছি তোর তুলতুলে শরীরের স্পর্শ ,
   তুই আমার রাজকুমারী , তুই যে আমার দুচোখের মণি , তুই সেই স্বপ্নের পরী -
যার যাদুর ছোঁয়ায় আমার জীবন হল ধন্য , মা হলাম তোরই জন্য ।



ন'মাস ন'দিন পরে যখন তুই এলি আমার কোলে , তোকে পেয়ে ভুলে গেলাম সব যন্ত্রণা,
ছোট্ট -ছোট্ট  হাত পা ছুঁড়ে তুই যখন কাঁদছিলিস , তোর চোখে জল দেখে, আমিও তোর সাথেই কেঁদে ফেলেছিলাম।
তোকে খাওয়াতে গিয়ে বেসম্ লাগলে নিজের উপর খুব রাগ হত তখন, নিজের হাতেই হাতটাকে শাস্তি দিতাম। আবার কোলে বসিয়ে তোকে এটা ওটা দেখিয়ে ভোলাতাম,
    আদর করে মানিক সোনা বলে আবার তোকে সুন্দর করে খাওয়াতাম।
তখন থেকে কত স্বপ্ন তোকে নিয়ে মনে বাসা বেঁধেছে , বড় হয়ে তুই এটা হোবি , সেটা হোবি !
আস্তে- আস্তে মুখে কথা ফুটল , প্রথম মা বলে তুই ডাকলি সেদিন আমায়, আদো -আদো ভাষায়,
শুনে মনপ্রাণ জুরোলো , আমার পরী আমায় মা বলে ডেকেছে , চেঁচিয়ে সকলকে বলতে চাইলাম ,
কিন্তু তখনও কেউ নেই পাশে তাই সবকিছু এই লিখে রেখেছিলাম এই ডায়রিতে ।
তোর চলা , তোর প্রথম স্কুলে যাওয়ার কথা , তোর একটু একটু করে প্রতিদিন বেড়ে ওঠার কথা,
আমার সব অনুভূতির কথা লেখা আছে  এই ডায়রির পাতায় । একটু যখন বুঝতে শিখলি তুই! ডায়রিতে আমি রোজ কি লিখি জানতে চাইতিস! তখন মনে মনে ভেবেছিলাম তোকে তোর জীবনের,
       শ্রেষ্ঠ দিনটিতে এই ডায়রি তোকে আমি উপহার  দেবো একদিন , যেদিন তুই এই দিনটির জন্য অপেক্ষা করবি সেদিন তোকে আমি আমার স্বপ্নগুলো তুলে দেবো, যাতে তুই তাতে তোর স্বপ্নগুলোকে সত্যি হতে দেখতে পারিস, মাতৃত্বের সব মুহূর্তগুলিকে অনুভব করতে পারিস।
আজ তোর জীবনের এই শ্রেষ্ঠ দিনটিতে এই   "মায়ের ডায়রি "তে লেখা  সব স্মৃতি তোর হাতে তুলে দিলাম ,
যাতে তুই তোর মাতৃত্ব ও তোর ছোটবেলাটাকে একসাথে অনুভব করতে পারিস। এটি মেয়েকে দেওয়া  তোর মায়ের শ্রেষ্ঠ উপহার।




Sent from my iPad