কাটেনা সময় বন্দি ঘরে,কিছু লাগেনা ভালো,
     জানালার বায়রেতে চোখ চলে যায়,
সামনের গাছটাতে  পাখিদের দেখে , মনে হয় বলি ,
   তোরা কি নিয়ে যাবি  সাথে আমায়?

তোরা কত স্বাধীন , তোদের যা ইচ্ছে তাই করিস
যেখানে তোদের মন চায় , যাস তোরা উড়ে,
আমারওতো মন চায় , বায়রে ছুটে যাই বাঁধন ছিড়ে,
হারিয়ে যেন যাই ঐ মানুষের ভিড়ে ।


চার দেওয়ালের মাঝে আমি বড় বেশি একা ,
এখানেই মরণ হবে নিয়তিতে লেখা,
রোজ রাতে এই ঘরে যখন আঁধার ঘনায়,
মনে হয় কেউ যেন আমাকে গিলে খেতে চায়,
আজই বোধহয় গিলে খাবে রাক্ষসী কালো,
কাল আর দেখবো না প্রভাতের আলো।


আজকের দিনটুকু যখন পেয়ে গেছি হাতে ,
প্রাণভোরে বাঁচতে চাই শুধু এই দিনটাতে।
জানি তো সাঁঝের শেষে কালো রাত ঘনাবে,
আমাকে গিলে খেতে সে তো হাত বাড়াবে,
বাঁচবার সাধ যদি মিটে যায় প্রাতে ,
দু:খ আর থাকবেনা মরি যদি রাতে।