জান্ মা , কাল তোমায় স্বপ্নতে  দেখে,
               ধরব বলে যেই হাতটা বাড়ালাম তোমার দিকে,,
কোথা থেকে এক দমকা হাওয়ার জোরে,
                 খোলা জানলাটা বন্ধ হয়ে গেল সজোরে,
বিকট শব্দতে আমার ঘুমটাও গেল ভেঙ্গে,
          তারপর বাকি রাতটা কাটালাম শুধু তোমার কথা ভেবে।


ভোর রাতে যখন একটু ঘুম এল দুচোখে,
            ভাবলাম , আবার বুঝি দেখব স্বপ্নতে তোমাকে,
স্বপ্ন তো আবার দেখলাম ঘুমের ঘোরে,
            কিন্তু তুমি ছিলে না তো সে ঘরে?
তবে কি তুমি লুকিয়ে রয়েছিলে খাটের আড়ালে ?
         ধরতে পারতাম তোমায় হাতটা বাড়ালে !


ছোটবেলায় যখন প্রচন্ড শীতের কাপুঁনিতে ,
                মাথার কাছে বসে তুমি ঘুম পাড়িয়ে দিতে ,
তখন একভাগে তাকিয়ে থাকতাম তোমার সুন্দর ঐ মুখে ,
    কখন না জানি ঘুম জড়িয়ে আসত দুচোখে,
সেইদিনগুলির কথা ভেবে আজও ঘুমোনোর চেষ্টা করি,
চোখ বন্ধ করে তোমার স্পর্শ অনুভব করি ।
তুমি হয়ত আছো এখানেই আমার আশেপাশে,
কেন তবে খোলা চোখে তোমায় দেখতে পাইনা ?
সামনে তোমাকে দেখতে চাই মা, স্বপ্নতে দেখতে চাইনা ।