তুই আকাশ ছুঁতে যাবি আমি রোজ ভাবি মনে -মনে,
       তুই মনের মত হবি আমি দেখি তা রোজ স্বপনে,
তুই যে আমার বুকের মাঝে আমারই বিশ্বাস,
       গর্ভে ধারণ তোকে করেছি সোনা ,আমি যে ন টা মাস।


রোজ শুধু ভাবতাম বসে মেয়ে হলে পরে ,
      মনের মত গড়ব তোকে বুকের মাঝে করে ,
সবাই তোকে অবাক হয়ে দেখবে শুধু চেয়ে,
বড় হলে সবাই বলবে মায়েরই তুই মেয়ে ।


আজ যে তোর বয়স হল পুরো আঠারো বছর,
   তোর কাছে হঠাৎ আমি হয়ে গেলাম পর,
আমার নাকি জ্ঞনের অভাব , বুদ্ধি শুদ্ধি ও নেই,
বাবার সাথে তাল মেলালি বাবা বলল যেই ।


ছোট থেকে মানুষ করলাম নিজের প্রাণটি দিয়ে ,
  মা ই তোর কাছে লজ্জার বিষয় দিলি যে আজ জানিয়ে ,
বাবার সব কিছুই ভালো লাগে , মনের কথাও তাকে বলিস ,
  আজ ,ইচ্ছে পূরণ বাবাই করে তাই তার কথাতেই চলিস।


জানিস্ সোনা তোকে মানুষ করতে গিয়ে একদিন বিক্রি করেছি  সব গয়না ,
কারণ, তুই মেয়ে বলে বাবা  সেদিন যে তোর দায়িত্ব নিতে চায়নি,
তখন থেকে স্বপ্ন ছিল তুই দেখিয়ে দিবি বাবাকে একদিন বড় কিছু হয়ে,
মেয়ে হয়েও আজ যে সবাই আসছে আকাশ ছুঁয়ে ।


কিন্তু , তোর কাছে বাবাই যে আজ তোর সবচেয়ে প্রিয়জন,
নিজের মুখেই বললি যে তুই মাকে তোর আর নেই যে প্রয়োজন,
মানুষের মত মানুষ গড়তে তোকে চেয়েছিলাম একদিন,
আজকে তুই যে মিটিয়ে দিলি সত্যিই মায়ের ঋণ,
আকাশ ছুঁতে দেখতে চাওয়ার মিটল আমার সাধ,
তাই এই চিঠির সাথেই রেখে গেলাম আমার আশির্বাদ ।