শুকনো পাতা মরমরে
          হাওয়া লাগলে ঝরে পড়ে ,
শিশির ভেজা মাঠের ঘাস,
                শীতের সোনালি নীল আকাশ ,
বইছে সাথে  হাওয়া কনকনে,
                 ময়ূরী বনে নাচে আনমনে,
খাবারের খোঁজে পাখীরা উড়ে চলে ,
                  মাছেরা খেলা করে সাগরের জলে,
অলীরা ছুটে আসে মালীর বাগানে,
              প্রজাপতিও ছুটে আসে মধুপের টানে,
ফুলকলী ফুটে থাকে শুধু ঝাঁকে ঝাঁকে,
              শতদল ফোটে রোজ সরোবরের পাঁকে,
একদল সারস যে এল উড়ে তীরে,
               এক জোট হল তারা মাছেদের ঘীরে,
টুপটাপ মাছ খায় যত মন চায়,
                  জেলেরা যে জাল ধরে করে হায় ! হায়,
দুরপানে দেখা যায় ছোট -ছোট তরী,
                    মাছের খোঁজেতে জলে করছে ঘোরাঘুরি ,
সময় যে থামেনাকো বয়ে সে তো চলে ,
                      সূর্য্য যে ডুব দিল সাগরের জলে,
সান্ধ্য পাখীরা সব ঘরে ফিরে আসে,
                          রাতের চন্দ্রীমা ঐ গগনেতে ভাসে,
ঝীঁ ঝীঁ পোকার ডাক শুনি থেকে -থেকে রাতে,
                            বেশ ভাল কাটালাম আজ প্রকৃতির সাথে।