অামি মরে যাব,ললিতা
                    মরে যাব, যাবই যাব...
ভাষার ডানায় চেপে রোদ্দুরে যে জীবন রেখেছি
                                             তাকে বৃষ্টিস্নাত করতে,


এ কেমন পৃথিবী
যে অামাকে মোহময় করে তুলে নিষিদ্ধ সমীকরণের ঘরে?


অামার মতো দুঃস্থ মানুষ খালাস পাক জনমপোড়া রেকর্ডারে,
যার বেদনার শিল্পায়ন মানেই
                   চোখের জলচিত্রের এক মুঠো ক্ষুধা