আগুনে বাজপাখি চালায় রক্ত-লীলা
(তুন্দ্রা অঞ্চল হতে আগত)
                  অতঃপর,
                                গঙ্গাপ্রাপ্তি।


চিতার পাশে রক্ত-গন্ধী ফুল
                 ছেঁড়া পাতায় বর্ণমাত্রিক বিন্যাস;
উত্তরসাধক পথভ্রষ্ট;সময়ের সাথে ঘটে বিবর্তন।


পৃথিবী কম্পমান;মুহূর্তেই আকাশে দেখা দেয় চন্দ্রগ্রহণ
                                             (অশুভ লক্ষণ)
ছন্দরসিক মানুষেরা ,গঙ্গা জলে নেমে-
                                    সেরে  নেয় স্নান!


পটোলচেরা-চোখটিও দেখে মান্ধাতার আমল,
                         এসব কি তবে  সময়ের গন্ডগোল?
                              সংশয় !সংশয়!


তাই তো বংশী-বাদক
         বয়স্ক বৃক্ষের তলে বসে
                            বাজায় তাঁর সাধনার বাঁশি ।