উৎসর্গঃবন্দীরাম নন্দী।


রহস্যের ফাঁদ!
পেস্তাবাদামের মত চোখ দেখে নেয়
                            মেধা ও মননের সর্পভক্ষণ।


শব্দমিছিলে চূড়াধারী পাকড়া ময়ূর-রঙা অক্ষরের আর্তনাদ!
আকাশচারী চাতক ভুলে গেছে বৃষ্টির ইতিহাস
                        ছায়াচিহ্ন মেঘের নীচে তীর্থের কাক!
অবশেষে, শুক্লাপঞ্চমী  তিথিতে
                  গঙ্গাজলে নীরবে ভেসে চলে কাগজের ফুল।


ছড়িয়ে পড়ে নিষিদ্ধ প্রেম;গ্রহ হতে গ্রহান্তরে
চারিদিকে শুধু ভাঙনের পথ; সীমানা বহুদূর .....
সমুদ্রফেনাতেও নেই চাঁদের প্রতিবিম্ব;
তাই ক্ষমা করো! ক্ষমা করো!  আফ্রোদিতি ...
                   অ্যাডোনিস আর আসবেনা!


প্রায় হাজার বছর অতিক্রান্ত সময়ে
                  সূর্যের শরীরটাও খেয়ে নিয়েছে  নষ্ট পোকা;
                         যার জন্য মূর্খরা বলে,অন্ধতাই শ্রেয়!
শোননি?
            আফ্রোদিতি ...