উৎসর্গঃঅামার পিতৃছায়া প ট ল দা কে।


রূপানন্দা,শুনতে পাচ্ছো?
      জানালার কালো পর্দা সরিয়ে দাও!
                          একটু তাকাও.......


দেখো,মহাকাব্য রোগে অাক্রান্ত অামি,
                ঠোঁটে জ্বলন্ত সিগারেট
ব্যথার বাঁকে অদ্ভুত অন্ধতা,
     ধোঁয়াতে কুণ্ডুলী পাকায় অদৃশ্য চুম্বন....


তবে কেনো দেয়ালে লেপ্টে দিচ্ছো সাপের মত অাঁকাবাঁকা বিজ্ঞাপন?
তুমি কী দেখো নি?
নিষিদ্ধ পল্লীতে পল্লীতে হেঁটে যাচ্ছে অামার মহাভারত....
অথচ কামাতুর জ্বরে তুমি দিতে চাচ্ছো স্তনের ক্যাপসুল!
অামি কিন্তু হা করে তাকিয়ে অাছি.......
    রূপানন্দা!
            থামো!
অামার কাব্যচর্চা যেন মাংসের প্রতিভাকে খুঁজে না পায়.....
পর্দাটা গুছিয়ে নাও....
    অন্ধ হতে চাই চিরতরে.....