উৎসর্গঃঅামার পিতৃছায়া প ট ল দা কে।


শ্যামছায়াদুপুরে মনের পুকুরে
                 পঁচা পুঁটি মাছের ঘ্রাণ!
                                  আমি বড়শিওয়ালা
ভাবি,সারাক্ষণ ভাবি----
               সমুদ্রগর্ভে আছে কি কোন জন্ম-সৌখিন রন্ধনশিল্প?


শুনো,আমি বড়শিওয়ালা
         প্রাণকোষে বসে আছে আমার প্রেম-সেবিকা,
                       নাম তাঁর-অপমানিত মৃত্যু-কম্পাস;
         কপালে ছায়ানীল বৃত্ত              
                                 ওষ্ঠরসে মধুমিষ্টভাষা
রে রে ঐ ঐ স্বর্ণবিলাসী মায়াবতীচোখযুগল
খুঁজে,সারাক্ষণ খুঁজে----
             কোথায় আছে বুদ্ধি চিকিৎসালয়?


কাকজ্যোৎস্নার ভীড়ে অসুর জ্ঞানের কারবার
                                পৃথিবী হলো খরিদ্দার......


হাসে আমার প্রকৃতিঠাকুর,
                     আঁধারবিদ্রোহে ঝরে অন্তর বর্ণমালা
ভাবনার কাঁটা ঘুরে টিপটিপ.......টিপটিপ....টিপটিপ ...
পাক খায় বিদ্যার সুতলি,
          রে রে ঐ ঐ দূর থেকে অতিদূরে ছুটে আমাদের কলমসওয়ার!
                     আজো সে বুঝে নি শিকড়-মাটি-সঙ্গম ..........