রোদ্দুরের অালো
     চিনে নেয় অন্ধকারের সুপ্ত-পথ
তাকে দেবার মত অামার কিছু নেই,সূর্য ছাড়া...


জ্যোৎস্না-শোভিত রাত
     মুখ ফিরিয়ে দেয় বেদনাময়ী অমাবস্যার কাছে
তাকে দেবার মত অামার কিছু নেই,চন্দ্র ছাড়া...


অথচ জন্মের পর জেনেছি অামি নাকি মানুষ,
অামাকে কিছু দেবার জন্যে প্রস্তুত হয়ে অাছে মৃত্যু!


এবার বাড়ি ফেরার পালা.....
                                চুমুর ঋণ হয়নি শোধ;
দেখি,
          শূন্যে ভাসে উনুনের ধোঁয়া,
থালা উড়ে যায়
                মহাভারতের দরজা ভেঙে....
অামি শুধু নিশ্চুপ।


           উদরের অাড়ালে ডাকে দু'মুঠো ভাত,
অায়..অায়...
কিন্তু দৌড়ায় ফুটপাত;
                         নাগিনী পথে পথে......


অাহা,অবাক কাণ্ড!
হৃদয়ে জমে ক্ষুধা নামক বিষ,
                                  প্রাণ খুঁজে পায় অায়ু।