কিছু অজানা পদধ্বনি;ফেরিওয়ালার হাঁক কিংবা
ভিখারীর থলে থেকে পয়সার উদুম নৃত্য দেখে
হাঁপিয়ে ওঠে দুর্বাঘাস;কিঞ্চিত অবসাদে....


ঠিক তখনি অামার সুন্দরী সেবিকা--------
শহরের অলিগলি পথ,ধূসর দেয়াল ছেড়ে
                  জনতার হৈ-হুল্লোড়ের দাপটে
                         ছুটে চলে এদিক-ওদিক।


তারপরের গল্প?
      এই তো সবে শুরু করছি-----
সুন্দরী সেবিকার          স্নিগ্ধ-শোভন ওষ্ঠের কাছে
নতজানু অামার স্থিতহৃদয়,
        কিছুটা সংযত,বাকিটা লজ্জায় লাল!
অথচ সুপ্রাপ্য ইচ্ছার স্বভাববিজ্ঞানে
নিবেদিত মজুরির        রহস্য মূল্যায়নে
কর্মচারীর দালালি অাশ্রয়।।


তারপরের গল্প?
প্রাণের ব্যয়খাতে        ভোক্তার চাহিদায়
ভাসে হরেকরকম ঔষুধ কোম্পানির ছবি!
                       পরজীবী স্বপ্নের তাগিদে........
অতঃপর,
ক্ষমতার দৌরাত্ম্যে      মন্দাক্রান্তা সময়ে
অসীম নীলিমায় ধরা পড়ে হাতুড়ে-ডাক্তারের হাতুড়ি!


উফপপ!সুন্দরী সেবিকা!
     তেতো ক্যাপসুল অার খাবো না,মরার হসপিটালে....
অাজ তোর দৃষ্টির অাগুনেই পুড়ে যাক
                                    মহাকালের ডেঙ্গু জ্বর!


★★কয়েকদিন ধরে জ্বরে ভুগছি।জ্বর পিছু ছাড়ছেনা।
এটি কবিতা নয়,এমনি মজা করে লিখা।