কাঁদার সময় নষ্ট হতে আসিনি,কাদম্বরী....


আমার চোখের কষ্টেরা আহত দৃশ্যের গোপন ঘর;
আজ তোমায় আমন্ত্রণ!


হরিণের মায়ায় চিতার ক্রোধে,
ওষ্ঠের চুম্বন অনশনে মেলে ধরেছি আমার জীবনের পুনশ্চ।


কাঁদার সময় কাঁদাতে আসিনি ,বনলতা ......


আমার চোখের কষ্টেরা মৃত্যুর শৌখিন-বান্ধবী;
আজ তোমায় স্বাগতম!


চৈতালী হাওয়ায়....
প্রত্যাখ্যানের লাশ দুনিয়ার সপ্ত-পাতালে পুঁতে,
বুকের জমিনে রেখে দিয়েছি সন্ধ্যা রঙের শাড়ি!


কাঁদার সময় হাসতে আসিনি,নার্গিস ....


আমার চোখের কষ্টেরা আগুনের শিখায় বিদ্রোহী,
সুতরাং,আজ তোমায় বিদায়!