অন্ধ হয়ে মানুষের ভেতরের অন্ধতার সাথে যুদ্ধ করে
শুরু অার শেষ...
                 এই দুটোর মাঝামাঝি বসে
নিজেকে সঙ্গ দেই অামিকে অামার ভেতর লুকিয়ে......


যা কিছু ছিলো বিলিয়ে দেবার তাতেই পুঞ্জীভূত মন্ত্রের ফুৎকারে
প্রণম্য শিখায় পুড়তে পুড়তে হয়ে উঠি ক্ল্যাসিক্যাল সঙ্গীত।


চোখে চোখে সাংকেতিক কথাগুলো
               দুঃসহ যন্ত্রণায় খুঁজে হৃদয়ের ওসিয়তনামা।
অামার দৃশ্যের খরিদ্দার অাজো জানে না কেমন করে
বিষের মাঝেই নিহত করেছি মানুষের ভেতরের সাপ!