সময় কথা শুনেনি।
অামার বিদায়েই মুদ্রিত হবে মৃত্যুর কবিতা।


বাংলার নাট্যশালায় কী অামার অাসল পরিচয়?
মানুষেরই সর্বনাশে চিতায় উঠেছে সময়!


প্রকাশ্যে যতবার ভালোবাসি তোকে
গোপনে গোপনে ততবার খুন হয়ে যাই...


ছলনার কাছে বাজি রেখেছি কলমের নিঃশ্বাস...


খেয়ালী যৌবন যদি ধরে রাখতেই চায় সুন্দরের সম্মান,
তবে জীবনের কটা দিন কাঁদলে মরা বুকে নদী এসে একলা হেসে সাগরে মিশে নিজেরে খুঁজে পায়?


অামার ঈশ্বরের ঘরে যুদ্ধ নেই!
অর্ধমানবের মৃগতৃষ্ণায় নিষিদ্ধ চেরাকোটা পথে ব্যাধের চুপে স্ফুলিঙ্গের সংক্রান্তি ভুলে বক্ষে ধরি ব্রক্ষ্মাণ্ডের দাহন,
বুদ্ধের মত শান্ত হয়ে অনির্বচনীয় প্রণয়-নির্বাণে
মাংসের ভূগোলে মৃত্তিকার পিপাসায়
কঙ্কাল-রাত্রির বেদনায় অামি কেবল কীর্তিনাশা!


#(কবিতা)(পরিপূর্ণ সম্পাদিত রূপ)।