ছয় শব্দের ঘরঃ
-------------

জানতে হলে পুড়তে হবে জ্ঞানের অগ্নিশিখায়!



জন্মদাগের পুরুত্ব মাপে অতীতের হারানো সুর...
-------------------------------------------------------------


সাত শব্দের ঘরঃ
--------------

কবিতার প্রতিটি শব্দ
নাড়ীর এক একটি স্পন্দন!



দিবসের শেষে
সম্ভোগের মশাল জ্বলে রাত্রির পাহারায়!
-------------------------------------------------------------


অাট শব্দের ঘরঃ
--------------

ভাষার কসম!
বিস্ফারিত চোখে তোমরা দেখবে কবিতার দাসত্ব!



রেখো হৃদয়পাশে..
নচেৎ শব্দের ঘরে শুনবে অক্ষরের অার্তনাদ!
-------------------------------------------------------------


নয় শব্দের ঘরঃ
-------------

তোমার হৃদয়ে অামার নতুন জীবনের উদ্বোধন;
মৃত্যু সরে  লজ্জায়!



অামার দু'টি চোখে প্রেমের উতলা নদী;
দিবানিশি করি স্নান!
------------------------------------------------------------


দশ শব্দের ঘরঃ
-------------

ক্ষুধার নীচে জ্বলছে অাগুন
তাই হয়ে গেছি পোড়া মাটির মূর্তি!



অাজকাল সৃষ্টির মাহাত্ম্য খুঁজতে গেলেই
তৃষ্ণার্ত চোখ অায়না হয়ে যায়....
------------------------------------------------------------


এগারো শব্দের ঘরঃ
-----------------

বিশ্বমাঝে লাগামহীন পথিকের মত অসমাপ্ত ভ্রমণ;
কেবল শোকহীন পাথর ফেটে অশ্রুপাত!



দেখো,সাদা অার কালো মানুষের হাসি
একই সুরে-সুরে মাতোয়ারা জগতবাসি!
-----------------------------------------------------------


বারো শব্দের ঘরঃ
--------------------

ইথারের তরঙ্গে ভেসে ভেসে
ভালোবাসার সাগরে প্রেমিক হয়ে যেন সাঁতার কাটে সবাই!



শক্তির গতি-স্থিতি ও তাঁর ব্যাপ্তি
জেনে,অালোর মাঝে কালোর যুদ্ধ চিরকাল...
-----------------------------------------------------------


তেরো শব্দের ঘরঃ
----------------

কখনো ভালোবাসোনি...
কেননা রক্তমাখা চিঠি নর্দমার জলে
শেষবিকেলের ফুল
খুন করেছো স্বপ্নের বাগানে!



খোয়াবী বৃষ্টিরা
ভিজিয়ে দিবে তোমার এলানো চুল
জাগবে অামার ভেজা উঠোনের কোমল ঘাস!
-----------------------------------------------------------


চৌদ্দ শব্দের ঘরঃ
---------------

হিংসার কথা শুনে ভাই,অাজ হাসি পায় খুব...
অামার কর্ম দেখেই নির্বোধেরা থাকে চুপ!



অামার ক্লান্ত জীবনের এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস
মানুষের এক জন্মে পাওয়া সমস্ত ভালোবাসার সমান!
---------------------------------------------------------


৬-৭-৮-৯-১০-১১-১২-১৩-১৪=


ছয়টি লাল গোলাপ এনে
সাত-রঙা রংধনুতে সাজাবো প্রিয়া
তোমারই জন্যে...
অামার অাটটি স্বর্গের দ্বার!


দেহ নামক নয় দরজায়
দশটি মোমের অালোয়
রাঙিয়ে দিব অামার এগারোটি স্বপ্ন!


তখন বারো হাত শাড়ির ভাঁজে
তেরোটি চুম্বনের ইতিহাস গুনে
মাতাল হাওয়ায় তুমাকে রচনা করিব
হে চৌদ্দ বছরের রূপসী বালিকা!


অাজ বিশ্ব দেখুক,তুমি অামার প্রেমের চতুর্দশী...