পৃথিবী যখন একদিকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো
অামি তখন মৃত্যুর দিকে হাত বাড়িয়ে হৃদয়টা তুলে দিলাম...

মেমোরীর সংরক্ষণ বলে যা ছিলো তা অামার অর্কিড স্বপ্নের ব্যতিহার...


কিটসের চোখ দুটো নিয়ে প্রজাপতির ডানায় বসিয়ে
প্রেমিকার কাঁধে অামি খুঁজে চলি রোমান্টিসিজম...
সুকুমার ছন্দে কমিউনিস্ট গাছের তলায়
মাল্টিকালার ফুল পঁচে শহরীয় গন্ধ টানে বিপ্লবী অাঙ্গিকে...


প্রেম
    নারী
        ঈশ্বর
কবি
সব মিশে গেছে ধারাশূন্য নদীরেখায়...


অামাদের পুঁজিবাজারে এক একটা রাষ্ট্রনীতি
রূপের অভাবী তানপুরায় নিঃশ্বাস নিতে নিতে
অাগুন হয়ে উঠে কেলাসিত জীবন স্ফটিকের দানায়...


কামনা
       জল
কিন্তু পুনরায় নারী
জ্যামিতিক ধারায় বৃত্ত অাঁকে দুটো ভাতের দানায়


অতএব,
ক্ষুধা
   ঘুম
        অাশ্রয়
               সেবিকার মত রুগ্ন চোখে তারা হয়ে জ্বলে
যেন চারুনেত্র চিত্তাকর্ষক...


অাসলে তা  নয়
পৃথিবীর সমস্তটাই সখী-ভাবুকী ধোঁয়াশা...
                                   অামরা কেবল পুরুষময়!


#(কবিতা)
©ইথার
রচনাকালঃ০৭/১২/২০১৬
রাত ২.৪৪(বাংলাদেশ সময়)