তেলাপোকা
--------------------
হয়তো মিথোজীবী মানুষ
             পুরানো ভাতের থালায় দেখে চাঁদ
এসব গল্প নিয়েই রাতের ফসল
              ঝড়ের মুখে উড়তে উড়তে
ঠিকানো পেলো ইতিহাসের অাবর্জনায়
কেউ কুড়াতে অাসেনি
         বরং গন্ধময় স্তূপের ভেতর হতে
এক একটি প্রজন্মের দীর্ঘশ্বাস
               দেউলিয়া হয়ে উঠে সভ্যতার পাড়ায় পাড়ায়...
অার এখানেই বসত গড়ে অসংখ্য  তেলাপোকা
কখনো এদিক-ওদিক ছুটাছুটি,
কখনো নর্দমা জলে দৌঁড়ঝাপ,
কখনো প্রোটিন ডানায় জীবাণুর উৎসধারা হতে
গোপন অাঘাত...


এমনি করেই একদিন তেলাপোকার চোখে পৃথিবী হবে সময়ের অাবর্জনা,
কর্ম অন্তঃসারশূন্য কল্পব্যাধ হত্যা করে যাবে মানব হৃদয়
যদি এখনো জেগে না ওঠে মানুষ নতুবা তুমি...


পিঁপড়া
-----------


মানুষ অামাদের নাম দিয়েছে পিঁপড়া
দলবদ্ধ হয়ে থাকি নাই কোন ঝগড়া
পিলপিল পায়ে হেঁটে চলি
কানেকানে সবাইরে বলি
চলো লড়াই করে বাঁচি
যতদিন টিকে অাছি,
পথ হোক না মহাকঠিন কিংবা পাথরময়
ফাঁকফোকরে খুঁজে নিব অাগামীর সঞ্চয়