তুমি ডাক দিলেই
ছুটে ছুটে অাসতে পারি ক্লান্তির নোঙর ছেড়ে
নাব্যনীল ধারাবতী দরিয়ায় মুক্তো ঝরাতে।


মহীয়ান পলকে ভেসে যেতে পারি রোদ্দুর,
মর্মের ধুলিতে দেখাতে পারি শ্রাবণের অালপনা।


এই যে তোমা হতে বিকশিত উপমায়,
তোমা হতে জেগে ওঠা ছন্দে
জ্যোৎস্না ফুটেছে দুটো প্রাণে,স্পন্দনে,অসীম কুসুম-মুকুরিত স্বপ্ন-বক্ষে,
তা তো মিছে নয়,
এ কেবল তোমার অামার হৃদয়ের মতো সত্য এবং সত্য।