তোর আমার প্রেমটা যেন তপ্ত তামার তারজালি।
তোর আমার প্রেমটা যেন HCl এ ডোবানো এক খন্ড প্ল্যাটিনাম ওয়ের।
তুই যদি আগুন হোস আমি তার শিখা।


আমাদের প্রথম দেখাকলেজের কেমিষ্ট্রি ল্যাবে।
সেই যেদিন স্টোর রুমে আমার নাজেহাল অবস্হা ,
তুই খুঁজে দিয়েছিলি সোডিয়াম ক্লোরাইডের কৌটটা।
তারপর থেকেই আমরা নিত্য সঙ্গী দুজনার।
ধীরে ধীরে টেস্টটিউব আর হোল্ডারের মতো ভাব জমেছিল আমাদেরও।


একদিন যখন অসাবধানে NaCl দ্রবণে ঢালতে গেলাম গাঢ় সালফিউরিক অ্যাসিড,
হঠাৎ ই ব্লাস্ট করল সলিউশন গ্লাস টা।
সত্যিই ,
তুই না থাকলে যে কী হত আমার !
বিপদ বুজেই টেনে নিলি আমার হাতটা ধরে,
ছিটকে পড়লাম তোর ইথানল বুকে।
সেদিনও আগুন জ্বলেছিল
তবে গ্যাস বার্নারে না, আমার ক্যালশিয়াম গঠিত বক্ষপিঞ্জরে।
সেদিন তোর চোখের দিকে তাকিয়ে দেখেছিলাম
এক টুকরো জলন্ত ফসফরাস।


গুটিগুটি পায়ে কাছে এসেছিল অনুভূতিরা।
চোখে চোখে প্রেমালাপ।
ছিল না লাল গোলাপ ,
নীল লিটমাস হয়েছিল লাল প্রেমের আম্লীকতায়।
ছিল না শিউলি সুভাস,
ল্যাব ভরে উঠেছিল ভিনিগারের গন্ধে।


আমাদের প্রেম জমেছিল পুপেট ব্যুরেটে।
ভালোবাসার জোয়ারে ভেসেছিল কনিক্যাল ফ্লাক্স।
উত্তলিত রসায়ন।
আমি যদি অ্যাসিড হই , তুই হলি বেস।
বিক্রিয়া ঘটেছিল দুটি হৃদয়ে ।