উনিশ বছর দারুণ সময়, সহজ সে পথ না,
উনিশ বসন্ত পেরিয়ে এবার,কুড়িতে দিলাম পা।
          
কুড়িতে বাতাস কাশের বনে, হিমেল দোলা খেলে,
কুড়িতে গোলাপ,প্রেম সংলাপ,কুড়িটি পাপড়ি মেলে।


কুড়িতে পা মানে, দস্যি সে এক, বাঁধ ভাঙা এক ঢেউ,
কুড়িতে পা মানে, ছন্নছাড়া, লক্ষ্মী বলে নি কেউ।


কুড়ি মানে ভাষা,কুড়ি মানে তেজ,তারুণ্যের এক ঝড়,
বিদ্রোহ আর, প্রতিবাদের, এটাই আতুর ঘর।


কুড়ি মানে কিছু বাঁকা চোখের, বিকৃত কুনজর,
কুড়িতে পা মানে ধ্বংসের শেষে নতুন আলোর ভোর।