আমি কত শতবার চেষ্টা করেছি তোমায় ছেড়ে যেতে।
মনের সংকীর্ণতায় ছোট থেকে আরো ছোট হয়ে যাওয়া
মলিন ক্যানভাসে
আজও উজ্জ্বল হয়ে থাকা এক একটা অক্ষর
চিরতরে মুছে ফেলতে চেয়েছি,
যে ধরনের নির্মমতায় ব্ল্যাকবোর্ড থেকে মুছে ফেলা হয়
চকের শেষ চিহ্নটুকু,
ঠিক তেমনই ।


আমি কত শতবার চেয়েছি  তোমায় দূরে ছুড়ে ফেলতে।
দীর্ঘ প্রণয়ী অভিমানে জমাট বাঁধা
ঘন কালো মেঘ কে যেমন করে ছুঁড়ে ফেলে বেইমান আকাশ,
নিদারুণ কান্না ঝরিয়ে ভেঙে পড়ে
ধুসর মাটির বুকে,
ঠিক তেমনই
আমি ঝড়তে চেয়েছি অঝোরে, তোমার বুকে।


আমি কয়েক সহস্র বার চেয়েছি তোমাকে প্রতারণা করতে।
যেমন করে রাত কে প্রতারণা করে অমাবস্যার চাঁদ,
যেমন আলো কে প্রতারণা করে মায়াবী আলেয়া,
ঠিক তেমনই।


আমি নিরন্তর ভেবেছি, তোমায় ভুলে যাবো।
সকল বাঁধন ছিঁড়ে টুকরো টুকরো করে
মুক্তির আস্বাদ পেতে চেয়ছি কতবার।
আমার মা যেমন চায়,
কবিতার খাতা ছিঁড়ে টুকরো টুকরো করে
আমি রপ্ত করে ফেলি
গিবসের মুক্ত শক্তির সমীকরন।
কবিতার নেশা ভুলে আমি ডুবে যাই,
অ্যাটমিক স্ট্রাক্টারের চ্যাপ্টারে।
কবিতার সাথে বাধন টুটে আমি বাঁধা পড়ি
কেমিক্যাল বন্ডিং এ,
ঠিক তেমনি।


অথচ,
আমি কিছুই পারিনি, কিচ্ছু না।