যেই মেয়ে কাল, রোদে কাপড় মেলছিল,
সেই মেয়েটার অনেক নাকি গুণ ছিল।
সেই মেয়েটার কি জানি কি ভুল ছিল !
সেই মেয়েটা, আজ সিলিং এ ঝুলছিল।


মেয়েটার শুনি বয়স টা খুব কম ছিল,
তবুও তার বুকে অনেক দম ছিল
শক্ত হাতে ঘর সংসার গড়ছিল,
মেয়েটা নাকি পণের আগুনে পুড়ছিল।


সেই মেয়েটার আকাশ ছোয়ার স্বাদ ছিল,
না দেখা সব দিন ছিল আর রাত ছিল।
সেই মেয়েটার সামনে গভীর খাদ ছিল,
সেই মেয়েটা মাঝ রাতে খুব কাঁদছিল।


যেই মেয়েটার কাজল কালো চুল ছিল
সেই মেয়েটার কনে সাজার দিন ছিল,
মুক্ত বেণী হাজারো জাল বুনছিল
জালের মাঝে ইচ্ছেরা সব চুপ ছিল।


সেই মেয়েটার জীবনটা কারাগার ছিল,
লক্ষ টাকার পণের যে খুব ভার ছিল
ক্যাশ বাক্সেই বন্দি যে তার লাজ ছিল
তাই সিলিং ঝোলা ,সেই মেয়েটার লাশ ছিল।