ইরেজার (21-05-2018)
রণজিৎ মাইতি
--------------------
যে শিশু পেন্সিল দিয়ে কাগজে রেখার খেলা খেলছে
বা খড়িমাটি দিয়ে শ্লেটে আঁকিবুকি কাটে
তাকে মনের খেয়ালে এসব করতে দিন


শিল্পের শুরুটাও শিল্প,নিষ্পাপ অথচ নিখুঁত


সুখ নিয়ে ভাবি না
ক্ষণস্থায়ী---ক্ষণপ্রভার মতো


আসলে ইরেজারের ভাবনা আসে যন্ত্রণা থেকে
সমাধান হয় জীবন ও মৃত্যুর ।


সুখ নিয়ে ভাবি না ।কিন্তু দঃখ ভুলতে পারি না ।তাই ইরেজারের ভাবনা আসে । দুঃখ মুছে দেবো ।শিশু খড়িমাটি দিয়ে শ্লেটে আঁকিবুকি কাটে ।তার সঙ্গে এর কি সম্পর্ক ।কবি
একটা বলার চেষষ্টা করেছেন কিন্তু খুবই এলোমেলো কবিতটির মতোই ।


আমরা কি যুক্তিগ্রাহ্য জগৎ থেকে আলাদা একটা দ্বীপে বাস করছি ?নিজেকে খুবই বিপন্ন বোধ হচ্ছে ।জানিনা কোথায় এর শেষ ।