এক দৃষ্টিতে তাকিয়ে থাকি কচুপাতার দিকে
এক দিকে জল বিন্দু,অন্য দিকে জলের অপর নাম---


আমি কবিতার একটা যথার্থ মানে খোজাঁর চেষটা করছি ।
কোন অসূয়া নিয়ে বা কোন খারাাপ উদ্দেশ্য নিয়ে কবিকে
হেয় করার জন্য এ লেখা নয় । আত্মপোলব্ধি এবং সকলের জ্ঞাতার্থে এই আলোচনা ।


প্রথম দু লাইন থেকে আমরা পাই : একদিকে জলবিন্দু অন্য দিকে জীবন ,কচু পাতার উপর ।
দিন শেষে ভাঙাচোরা প্রতিবিম্ব দেখি
তবুও,-----


ভাঙ্গাচোরা প্রতিবিম্ব দেখি দিনশেষে । কিসের প্রতিবিম্ব দেখি ? জলের বিন্দুতে ।
জীবনের প্রতিবিম্ব ?  ভাঙাচোরা প্রতিবিম্ব দেখি । কার জীবনের ?


'আসলে আমানত এক গভীর নেশা'
আমানত শব্দটা কেন এলো ? কিসের আমানত  ?


ভাঙাচোরা প্রতিবিম্ব র সঙ্গে আমানতের এক গভীর সম্পর্ক আছে ।


আমি যে টুকু কবিতা থেকে পাই তাহোল : কচু গাছের জীবনের জন্য জল দরকার ।কচু গাছ লাগিয়েছি কিন্তু কচুগাছ বাচেঁ না । ভাঙ্গাচোরা যেহেতু ।
তবু আবার ওই গাছ লাগাই কারন এটা ই আমার নেশা ।ওটাই আমানত ।


কচুগাছটা প্রতীক হতে পারে । কিন্তু কিসের ?
এই অতি ক্ষুদ্র কবিতা থেকে এর বেশী কিছু মানে উদ্ধার সম্ভব নয় ।
কবি অনেক কথা মনের মধ্যেই রেখে দেন ধরে নেন ,সবাই সেটা নিজে বানাবে ।
কবিতা ধাধাঁর আসর নয় ।কবিকে প্রায় সবটুকুই বলতে হবে কিছুটা রেখে ঢেকে আড়াল করে বলা যেতে পারে ।প্রতীকী কবিতা হলে অন্তত একটা মানে দিনের আলোর মতো পরিস্কার হওয়া দরকার ।
কবিতা হিসাবে পাঠকের মন ছুঁতে ব্যর্থ হয়েছে ।
আমি আশা করবো অন্য কবি বন্ধুরা তাদের মতামত জানাবেন ।
এটি একটি শিক্ষামূলক আলোচনা ।কেউকে আঘাত দেওয়ার কোন প্রকার উদ্দেশ্য আমার নেই । আমি খুব খুশী হবো যদি নতুন কিছু শিখতে পারি এই আসর থেকে ।
প্রীতি ও শুভেচ্ছা অনেক প্রিয় কবি বন্ধুর জন্য ।