যদি


আকাশ যদি ছন্দ হয়ে ভর করত আমার হাতে
বৃষ্টি যদি নাচত ভুলে টিনের চালে এই প্রভাতে


আমার তবে স্ফূ্তি হোত
ভর্তি হোত খাতা যতো


বই র পরে বই বেরতো নাম কিনতাম কয়টি রাতে ৷


পাখীর গানে আমার হৃদয় ভরতো যদি দুটো বেলাই
কুলু কুলু শব্দে নদী নিত্য যদি করতো খেলাই


কাব্য তখন আমার হতো
বিদ্ব জনের মনের মতো


নুতন নুতন তত্ত্ব কত ভিরতো এসে কাব্যে মেলাই ৷


আমার যদি চাকরি হতো হাজার টাকা মাইনে কোথাও
কিলবিলিয়ে জুটতো লেখা লিখতে হতো আঙুল ব্যথাও


আমার যদি থাকত বাড়ী
ঠান্ডা করা মস্ত গাড়ী


তবে আমার ছুটত লেখা পাল্টে দিত সমাজ প্রথাও ৷
    ---------


বি.দ্র:  ১৯৭১ সালে লেখা ,কলেজ ম্যাগাজিনে ছাপা হয়েছিল