তোমার চিন্তায়
#নিখিল রঞ্জন বিশ্বাস#


ভোরের শিশিরে ভেজা পারিজাত ফুল পড়ে হাসে
ঈশ্বরের আশীর্বাদ রঙীন সকাল নিয়ে আসে ।
উজ্জল সত্যের আলো মাঝে মাঝে এসে যায়
বুদ্ধদেব বসু পড়ি অথবা কবিতা লিখি নিজেই খাতায় ।
কেউকে বলিনা সেকথা ।
রাস্তা দিয়ে যেতে যেতে সুন্দরের তৃষ্ণা নিয়ে
তাকাই কখনও উপরের বারান্দায়
রবীন্দ্র সঙ্গীতের গান ভেসে আসে
কখনও সন্ধ্যায় ;
শিল্পী অদৃশ্য থাকে ঘেরা পর্দায় ।
বন্ধুত্বের জন্য কেউ মাঝে মধ্যে হাত মেলে দেয়
বৈভবের পার্থক্য বন্ধু চিনে নেয় ।
তোমাকে কখনও সুন্দর একটা কবিতা শোনাব ভাবি
সেই সুন্দর কবিতা আর কখনও হয়না লেখা
অবজ্ঞার প্রাচীর ডিঙ্গিয়ে তোমার সঙ্গে হয়নি কখনও দেখা ।
সুন্দরের ধ্যান করি  সুন্দর হওয়ার জন্য
তোমার চিন্তায়
একনিষ্ঠ হই আমি কবিতা খাতায় ।


২৫ শে বৈশাখ ১৯৭২