লিমেরিক


ঠাকুরদাদার মামার বাড়ী ঠাকুরনগর ছিল ,
রক্ত জবা দেখতে সেথা আসেন গ্যালিলিও ;
ইচ্ছে নিয়ে করবেন চাষ
সঙ্গে এলেন কোপারনিকাস
জাহাজ ভরে সঙ্গে নিলেন চোদ্দ হাজার কিলো ৷
-------------


বললে সেদিন সকালবেলা নিত্যানন্দ খুড়ো
প্রতিদিনই হচ্ছি আমি একটু করে বুড়ো ৷


দাঁত গুলো সব এক এক করে
নিয়ম মতো পড়ছে ঝোরে


ভাবছি এখন কেমন করে খাব মাছের মুড়ো ৷
---------


এক বুড়ো বট গাছ বাড়ী ছিল নিমতে
সেই গাছে বাস করে টিয়া পাখী তিনটে


একদিন রাত্রিরে
আকাশের বুক চিরে


বিদ্যুৎ ছুটে এসে দিল রাম চিমটে  ৷


--------------------


এগুলো ১৯৭১ সালে লেখা : শ্রদ্ধেয় প্রয়াত কবি শান্তশীল দাসের অনুপ্রেরণায়