পরশমণি ৷


বাসে উঠলে একটাই স্বপ্ন
কোন সীটে বসা যায়
কোন রমনীর উষ্ণ শরীর ঘেসে
দাঁড়ানো যায় অবজ্ঞায় ৷
বাসের ঝাকুনী
হঠাৎ হাওয়ার ব্রেক
রমনীয় ঘ্রাণটুকু শুষে নাও প্রাণে ৷
বসতে না পারলে দুঃখ নেই ,
আনন্দের হাট  সরবত্র ছডিয়ে ৷
বাসে উঠলে শুধুই মতলব
কোন সীট হবে খালি৷


কাকচরিত্র বুঝতে শেখ,
লজজার মাথা খেয়ে জেনে নাও
কোথায় নামবে কখন ৷
কাধেঁ রাখবে একটা ঝুলন্ত ব্যাগ
মস্ত ঢাউস
সেটা দিয়ে সন্তর্পনে
গুতো দিয়ে চলে যাও
অনদরমহলে ,
প্রারথিত আঘ্রাণ নিতে ৷
মেয়েদের কাঁধে একটা হাতে একটা
অবশ্যই দুটো ব্যাগ থাকা চাই
কী এক রহস্য আছে ,
একদিন খুলে দেখে নিতে হবে ৷


যাত্রীদের য্ন্ত্রর্ণা বাড়ে ,বাস যত আস্তে চলে
রাস্তায় বিষঁধোয়া ,সকলের প্রাণ ওষ্ঠাগত ৷


এর মধ্যে দাঁড়িয়ে থেকে স্বপ্ন দেখে জীবন সৈনিক
কাঙ্খিত পরশমণি হাতের মুঠোয় প্রায়  হঠাৎ সজীব ৷...