উদ্বাস্তু শিবির


দুর্যোগের ঘনঘটা    দুঃখের তমসা নিয়ে
আসে আশ্বিন ৷
বিহার বাংলার নদী   একাকার হয়ে যায়
স্হবির দিন ৷
বন্যার ঘোলা জলে    মৃত চোখে চেয়ে আছে
সূর্যে্র আলো ৷
চারিদিকে হাহাকার   কান্নার কলরোল
হয়েছে জোরালো ৷


শহরে আলোর বন্যা   লক্ষ লক্ষ নরনারী
পূজোর প্যান্ডেলে ৷
বুভুক্ষু মানুষের ভীড়   শহরের রাস্তায়
নিঠুর জঙ্গলে ৷
বন্যার্ত ,ক্ষুধায় ক্লিষ্ট   মানুষের হাহাকার
মৃত্যুর গান ৷
শরতের এ উৎসবে   পূজোর আনন্দে মাতে  
কাদের সন্তান ?


বাংঙ্গালীর উৎসবে   শহর নগরী আর  
যায় না ত চেনা ৷
পূজোর মণ্ডপে আজ   উদ্বাস্তু শিবিরের
হয়েছে সূচনা ৷                                  


-----------------------
১৯৭১ সালে লেখা , পরিমার্জনা ১0/৪/২০১৮