তোমার বুকে ইন্দ্রপুরী ,সেতারে বেহাগ বাজে
আকন্ঠ পিপাসা ,নিবিড় করে একটা চুমুক
রোজ ভাবি, আর দেখি ৷
কফির পেলায়া নিয়ে ডুবে যাই
স্বর্গীয় সুর থেকে বহুদূর ৷


রাতে ঘুমের মধ্যে ডাকিনি তবু
তোমার মুখোশ পড়ে কেউ এলো ,
সুখের পেখম মেলে ডানা ঝটফট
যৌবনের ঋণ মেটে পরিতৃপ্তি হয়
কবুতরের বুকের ছোঁয়ায়
তোমার চুলের গন্ধ এলোমেলো ৷


সকালে জানলায় রোদ শালিকের ডাকাডাকি
তানপুরা নিয়ে আজ রবিবার ,তুমি বসেছো কী ?