সমুদ্রের বেলভূমি নিঃশব্দে মাড়িয়ে,
লাল কাঁকড়াদের দেশ ছাড়িয়ে
সন্ধার অন্ধকারে সমুদ্রের লোণা জলে
চলো পা ডোবাই ৷
অনন্ত যৌবনা কুমারী ঢেউ
পদতলে আসে,
সঙ্গোপনে প্রেম জানায়
কোথাও নিয়ে যেতে চায় ,
কোন গোপন ঠিকানায় ৷


হোটেলের জানালায় হুহু করে
ঢুকে পড়ে উদাসী বাতাস
আমাকে জাপটে ধরে
প্রেয়সীর মতো দেয় উষ্ণ চুম্বন
ফিসফিস কত কথা
অনন্ত রহস্যে ঢাকা ,
আহ্বান করে যেতে দূর নীলাকাশ ৷


ট্রেনে বাসে যেতে যেতে
একঘেয়ে মৌন মিছিল ,
কারো চোখে হাসি নেই,
বিরক্তির  হিমেল পরশ ৷
অন্তহীন নীলাকাশে লক্ষ নক্ষত্র
জেগে আছে কালহীন অনন্ত সময় ৷


সমুদ্রের লোণা জলে পা ডুবিয়ে
চলো বসি
সারা রাত মহাসমুদ্রের গান
আর তুমি ঊর্বষী।