তুমিই স্রষ্টা


নারী জীবন নিয়েছো যখন
মাতৃত্বের কষ্ট ও সুখ ,
কিছু লজ্জা কিছু গ্লানি
সহ্য করে নাও ৷
ঝিনুকের মধ্যে রাখা মনিমুক্তো
নারীত্বের নির্যাস ;
শরীরের মধ্যে শরীর
বাড়তে থাকে নতুন অতিথি ৷
তোমার সৌন্দর্য আর ও মধুময় হয়ে ওঠে
ফুটে ওঠে ঈশ্বরের দান ৷


চারিদিকে নেকড়ে আর হাঙড়ের কুচক্রী দঙ্গল
ছুরি কাচিঁ অসহ্য যন্ত্রণা আর ডাক্তারের হাত
গোপন আতুর ঘরে সম্পর্কের গভীর মোচড় ৷
ঝিনুকের মধ্যে মুক্তো সে তোমারি সৃষ্টি
তুমিই ঈশ্বর ,তুমিই স্রষ্টা তুমি ই প্রকৃতি ৷