একদা আমি আসিবো না আর ফিরে
তোমার ঐ না নীরব চোখের ভীরে,
চোখময় আছে কত জল জমা -
তা জানি,
তুমি মানো, বা না মানো-
আমি তা মানি ।


কস্ট দিতে আমিও চাইনি
কি করার বলো -
উপায় খুজে পাইনি  ।


তুমি নির্ভীক চোখে তাকিয়ে ছিলে
জল ছল ছল চোখে,
জলের কি আর রূপ আছে বলো
তবু আমার বুক ভরে ওঠে দুখে ।


ক্ষমা আমি চাইবো না
শুধু বিদায় দিয়ে দাও,
জানি তুমি পারবে না
তবে আমার বিদায় টা তুমি নাও ।