দেখিতে তারে দাঁড়িয়ে নদীর ধারে রেখেছি নয়ন আকাশ পানে,
এলোমেলো তার অলক  দেখাতে একটা ঝলক উদিত হল আমার টানে।
যখনই ডুবিল রবি উঠিল তার ছবি মন গগনে,
একি রুপ হৃদয় হল চুপ দেখিনি ভুবনে।
আখির পলক উড়ে আসা অলক পাগলে যে করে,
মুখে আঁকা হাসি মন বলে ভালবাসি জীবন ধরে।
হঠাৎ ডুবিল রবি আধারে হারালো ছবি ক্ষণিকে,
উঠিল চন্দ্র বাধিল দন্দ মন বিবেকে।
চন্দ্র নাকি পরী মন বিবেকে নাহি ধরি,
ভেবে যাই কিছু নাহি পাই তোমার রুপতরে।