আজও মুছে যায় নি তোমার দেওয়ার কষ্টের দাগ,
আজও ভুলি নি তোমার অভিমানজনিত অর্থহীন রাগ।
আজও নেত্র কোণে ভাসে তোমারই অম্লান হাসি,
আজও ভেসে যায় আকাশ বুকে ঘন মেঘের রাশি।
আজও বয়ে চলে স্বরিৎ স্রোতে কলকল শব্দে জল,
আজও গান গেয়ে বেড়ায় কিচিরমিচির শব্দে পাখি দল।
আজও খগ পানে ফুটে লক্ষ কোটি আলোক তারা,
আজও পাখি এলোমেলো ছুটে হয়ে গৃহ হারা।
আজও হৃদয় বাতাসে উড়ে তোমার লম্বা কালো চুল,
আজও ফুটে ঝরে যায় বনে হাজারও কাশ ফুল।
আজও মেঘলা আকাশ জুরে উঠে বাহারি রংধনু,
আজও মেঘের শব্দে কেঁপে উঠে আমারই ভাঙ্গা তনু।