আজও দেখি অয়নের চোখে একি অশ্রুর ধারা,
অবুঝ ছেলে চলবে হেসে খেলে অশ্রু দিল কারা?
মায়াবী নিষ্পাপ মুখে আছে কি এতিমের ছাপ,
নিষ্ঠুর পৃথিবীর  বুকে মরছে সে ধুকে এটাই কি তার পাপ?
একাকি বদ্ধ ঘরে আজও সে চিৎকার করে পেতে ছেলে হওয়া অধিকার,
স্বার্থপর পৃথিবীর তর করবে সে কার উপর ভর পেল না এক বিন্দু ছাড়।
গহীন রজনীর মাঝে নিঃশব্দ অশ্রুর সুর বাজে অব্যক্ত তার দুখ,
অশ্রু সবই বুঝে অপলক চোখে খোঁজে যে দিবে এক দন্দ সুখ।