আমি হলাম রোবটরাজা রোবটল্যান্ডে বাস করি
মন্ত্রী-এমপি রোবট আমার  রোবটিক আইন পাশ করি।
ভিসি, সচিব,  আর্মি, পুলিশ, জজ, ডিসির পদগুলো
রোবটকে দিই সরিয়ে দিয়ে মানুষ নামের বদগুলো।
শেয়ারবাজার, পত্রিকা, ব্যাংক দেশের সকল সেক্টরে
রোবটরাই তো দায়িত্বশীল  শান্তি  আনার ফ্যাক্টরে।
সাজাই আমি রোবট দিয়ে যত্ত লোভের চেয়ারকে,
দুর্নীতি আর স্বজনপ্রীতির করবে এবার কেয়ার কে!
সব রোবটই মানবসেবায় স্বচ্ছভাবে কাজ করে,
তাই তো মানুষ রাজ্যে আমার সুখের কাঁথা ভাজ করে।
সুখের খোঁজে এলো চলে অন্য দেশের লোকগুলোও,
ভুলে গেলো মানুষরাজার নির্যাতনের শোকগুলোও।
আমার অনেক রোবটসেনা বিশ্বজোড়া সুনাম যার,
যে-ই লড়েছে  তাদের সাথে  হেরেছে সে ডাবল হার।
তাই তো আমায় মানলো নেতা  এই পৃথিবীর দেশগুলো,
রইলো শুধু আমেরিকার মোড়লগিরির রেশগুলো।
হুমকি দিলাম পেন্টাগনে, আমার কমান্ড মানলে মান,
না হয় আমার রোবটসেনা খুলে নেবে তোদের জান!
ওবামা তো ভিরমি খেয়ে আমার কাছে করলো রিং,
ফোনটা ধরে বললাম আমি,  মাই নেইম ইজ রোবটকিং