আমি কেবল যাই ছুটে যাই
হাওয়ায় দোলা কাশবনে,
থোকায় থোকায় জোনাক-জ্বলা
আঁধার রাতের বাঁশবনে।


কিংবা আমি মেঘের সাথে
আকাশপাড়ায় যাই ছুটে,
নীল যেখানে সাদা সাদা
মেঘপরিদের রূপ লুটে।


আবার হঠাৎ যাই হারিয়ে
সবুজরঙা বন চিরে,
সবুজ পাতার পরশ পেলে
কার বা ঘরে মন ফিরে!


নেচে গেয়ে ছুটি যেথায়
রঙবেরঙের ফুল ফোটে,
শীতল হাওয়ায়  ঢেউয়ের তালে
মাঝির নায়ে দুল ওঠে।


ডানা মেলে উড়তে থাকি
সকাল দুপুর রাত সাঁঝে,
এমন করেই যাই হারিয়ে
শরতকালের রূপ মাঝে