তুমি এখন আর ছোট নেই,
বুঝ অনেক কিছুই।
আমি যদি বলি তবেই,
বাহানা ধরো শিশুর।

বাহানার কিছু নাই,
দুনিয়া বড় আজব রে ভাই।
এই দুনিয়ায় বাঁচিয়া থাকিতে,
অনেক কিছুই জানা চাই।

জানিতে থাকো; জানিতে থাকো
অনেক কিছু আরো।
একদিন যেন বলতে পারো,
আজ তুমি সব পারো।