আসমানে একখান চাঁদ উঠেছে
জোসনা মাখা চাঁদ,
আমি মুগ্ধ নয়নে চেয়ে আছি।
চাঁদের আলোয় তোমার মুখখানি
স্পষ্ট ভেসে উঠেছে কেন জানি।
আজকের চাঁদটা তুমি,
নতুন কারো হাতে হাত রেখে
উপভোগ করছো হয়তো।
তাই হয়তো চাঁদের বদলে
তোমার মুখখান দেখতে পাচ্ছি।
এই চাঁদের আলোর মতই
তোমার সারাটি জীবন
উজ্জ্বল আলোকিত হোক।