ব্লু  আর গোলাপির সংমিশ্রণ ;
সাজিয়াছো কি তুমি?
লাগিছে যে মনোরম!
চোখ যে ফিরাতে পারি না,
আমি এই অধম।

ক্ষণিকের মোহ নয়,
বলছি আত্মা থেকে।
সজ্জা নয় ভূষণ হইও;
আমারো হৃদয়ে।

ক্রুদ্ধ হচ্ছো কেনো?
লিখিতেছি তাই!!!
শত ক্রুদ্ধতার পরেও তোমায়;
আরো কাছে পেতে চাই।

কি ভাবিতেছ?
কলম মুখে দিয়ে ;
আছি কেনো বসে?

হারিয়ে গেছি যে ভাবনায়,
তোমারো নয়নও মহিমায়।
ওগো নীল নয়না,
মনে হয় তুমি মোর,
হাজার জনমের চিরচেনা।

ওগো ব্লু - গোলাপির সংমিশ্রণী
মিশ্রিত হতেই চাই আমি,
তবে সেটা রং এর নয় যে,
দুটো মনের মিশ্রণ কি হবে?
জানিনা কবে!

তবে আছি যবে, থাকব সবে
পেলেও; কিংবা হারালেও।
ওগো নীল নয়না;
বড় ভালবাসি।