বৃষ্টি জলের ফোঁটায় দেখো,
কাঁটলো রুদ্রতাপ।
দহন জ্বালার মুক্তি গেলো
গেলো অভিশাপ।

আমার দহন হয়রে বুকে
ভীষণ প্রখর খড়া।
হয়না শীতল কোনমতেই
তার ভালবাসা ছাড়া।

আমি তাহার আশাতে নয়
বাঁচি ভালবাসায়।
আমার বুকের তুখর খড়ায়,
সে পোড়েনা হায়।

আসুক বৃষ্টি ঝুম ঝুম,
তার চোখেতে ভীষণ ঘুম।
না আসুক বজ্রপাত,
থাকুক প্রিয় সুখে থাক।

শীতল হোক এবার নাহয়,
সব মুছে দিক বৃষ্টি জলে।
শীতল হাওয়ায় শান্ত করুক,
আমার দুঃখের দাবদাহে।