জমেছে ময়লা পরাণে
ভুলিতে পারি না ছাই।
এত ঝাড়ি ধুলো,
তবুও লেপ্টে থাকে সাই।

পরান কালো বিষে,
তরায় নিও দুঃখের অমানিশা,
কেমনে ভুলি বল,
সব ছিলো যে তামাশা।

মঞ্চনাটক দেখি নি কভূ,
প্রভূ দেখালো তাই,
তর নাটকের বিষের ত্রাশে,
জীবন হলো ছাই।

চাণক্য-মানিক্য সবই বৃথা,
বৃথা প্রেমের কথা
জীর্ণ মনে বিষ মাখিয়ে,
নিরব রাখি ব্যথা।